শ্রীলঙ্কার সরকারবিরোধী বিক্ষোভে একজন নিহত হয়েছেন ।

19/04/2022 10:33 pmViews: 3
সরকারবিরোধী বিক্ষোভে প্রথমবারের মতো একজন নিহত হয়েছেন শ্রীলঙ্কায়। পুলিশের মুখপাত্র বলেছেন, মঙ্গলবার বিক্ষোভ সহিংস হয়ে উঠলে তারা গুলি করেছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তেলের ভয়াবহ সঙ্কট এবং উচ্চ মূল্যের কারণে রাজধানী কলম্বো থেকে ৯৫ কিলোমিটার দূরে রামবুখানায় মহাসড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভকারীরা। জ্বালানির ভয়াবহ সঙ্কটের কারণে মঙ্গলবার শ্রীলঙ্কাজুড়ে স্বতস্ফূর্ত বিক্ষোভ হয়। এতে যোগ দেন হাজার হাজার মানুষ। তারা রাজধানীমুখী বড় বড় সড়কে টায়ারে আগুন ধরিয়ে দিয়ে সড়কে ব্লকেড তৈরি করে। খাদ্য, ওষুধ, জ্বালানি সহ গুরুত্বপূর্ণ জিনিস আমদানি করতে গিয়ে অর্থসঙ্কটে পড়েছে শ্রীলঙ্কা।

এ কারণে জনগণ ক্ষোভে ফুঁসছে। ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর দেশটি এর চেয়ে ভয়াবহ সঙ্কটে পড়েনি। এ জন্য প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা।

Leave a Reply