শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী, দুই ভাইয়ের দেশত্যাগে ২৮ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী, দুই ভাইয়ের দেশত্যাগে ২৮ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা
শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট আজ (শুক্রবার) এক অন্তর্বর্তীকালীন আদেশে দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে এবং সাবেক অর্থমন্ত্রী ও মাহিন্দর ভাই বাসিল রাজাপাকসেকে ২৮ জুলাই পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে নিষেধাজ্ঞা জারি করেছে।
শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর জানাচ্ছে- সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক অর্থমন্ত্রী সহ কতিপয় বিবাদীর বিরুদ্ধে দায়ের করা একটি ‘ফান্ডামেন্টাল রাইটস’ পিটিশনে আবেদনকারীদের চাওয়া অন্তর্বর্তী আদেশ মঞ্জুর করার সিদ্ধান্ত নেন পাঁচজন বিচারকের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা।
এর আগে উক্ত আবেদনকারীরা বলেছিলেন যে, আদালত আবেদনে চাওয়া অন্তর্বর্তীকালীন আদেশ মঞ্জুর না করলে তাদের এবং শ্রীলঙ্কার নাগরিকদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।