শ্রীপুরে পোশাক কারখানায় আগুন, ১৬ জনের মৃত্যু
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর পৌরসভা এলাকায় পলমল গ্রুপের আসউয়াদ কম্পোজিট নামে একটি পোশাক কারখানায় মঙ্গলবার সন্ধ্যায় আগুন ১৬ জনের মৃত্যু হয়েছে।
ভালুকা দমকল বাহিনীর ইনচার্জ সাজেদুল ইসলাম এ তথ্য জানিয়েছে। তিনি জানান, এখনো কারখানার ভেতরে বেশ কয়েকজন আটকে আছেন।
অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কারখানার এজিএম রাশেদুজ্জামান মণ্ডল, ফিডারম্যান নাইমুল ইসলাম ও পোশাককর্মী রাজু।
প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনীর সদস্যদের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে আমাদের শ্রীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটলেও প্রায় দেড় ঘণ্টা পর দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায়।
দমকল বাহিনীর সাতটি ইউনিট রাত পৌনে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
ইজাজ আহমেদ মিলন জানান, তিনতলা এ ভবন পুরোটাই জ্বলছে। ভেতরে বেশ কিছু পোশাককর্মী আটকা পড়েছেন বলে জানিয়েছেন সহকর্মীরা। অন্ধকারের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।