শ্রীপুরে আ’লীগ-বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা

25/12/2015 12:12 pmViews: 5
শ্রীপুরে আ’লীগ-বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা

 

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শ্রীপুর পৌরসভার নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থী ও সমর্থকদের বিরামহীন প্রচারণায় গোটা পৌর এলাকা মুখরিত হয়ে উঠেছে। নির্বাচনী প্রচার প্রচারণায় বিশেষ করে মেয়র প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে মিছিল, শোডাউন ও মোটরসাইকেল শোভাযাত্রা করলেও মাঠে থাকা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো তৎপরতা চোখে পড়েনি। যার ফলে আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীরা সভা সমাবেশ করে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। পৌর নির্বাচনকে সামনে রেখে সপ্তাহখানেক আগে থেকে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের প্রচারণায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা মাঠে নেমেছেন। যার ফলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বর্তমান মেয়র আনিছুর রহমানের নৌকা প্রতীকের সমর্থনে এবং বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. শহীদুল্লাহ শহীদের ধানের শীষ প্রতীকের সমর্থনে      পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তারা।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিছুর রহমানের নৌকা প্রতীকের সমর্থনে পৌর এলাকায় বিভিন্ন টিমে বিভক্ত হয়ে প্রচারণা চালান কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, সহ-সম্পাদক অ্যাডভোকেট হারুন অর-রশীদ ফরিদ, গাজীপুর জেলা যুবলীগের সভাপতি এস এম আলতাফ হোসেন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল আলম রবিনসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ শ্রীপুর পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগের নেতারা বলেন, শ্রীপুর পৌরসভাসহ সারা দেশে নৌকা প্রতীকের পক্ষে জোয়ার উঠেছে। এ জোয়ার কেউ থামাতে পারবে না। আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত হবে।

অপরদিকে, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোঃ শহীদুল্লাহ শহীদের সমর্থনে পৌর শহরে লিফলেট, গণসংযোগ পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হাসান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গাজীপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী সায়্যেদুল আলম বাবুল, সাংগঠনকি সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজসহ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা।

বিএনপি নেতারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। ৫ জানুয়ারির ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সরকার একতরফাভাবে স্থানীয় সরকারের এ নির্বাচনে ফাঁকা মাঠে বিজয়ী হওয়ার জন্য দলীয় প্রতীকের মাধ্যমে নির্বাচন দিয়ে তাদের জনপ্রিয়তা দেখাতে চায়। কিন্তু বিএনপি চ্যালেঞ্জ হিসেবে এ নির্বাচনে অংশ নিয়েছে। সারা দেশে বিএনপির সমর্থিত প্রার্থী ও সমর্থকদের হয়রানি করা হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে শ্রীপুর পৌরসভাসহ দেশের এক তৃতীয়াংশ পৌরসভার নির্বাচনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবে। নেতারা ৩০ তারিখের নির্বাচনে পৌরবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দুঃশাসনের জবাব দেয়ার আহ্বান জানান।

Leave a Reply