শ্রীদেবীর বেডরুমে আগুন

23/12/2013 8:25 amViews: 8

1387715723indexমুম্বাইয়ের আন্ধেরী ওয়েস্টে শ্রীদেবী-বনি কাপুরের বাড়িতে আগুন লেগেছিল। পুড়ে ছারখার হয়ে গিয়েছে বলিউডের মিস ‘হাওয়া হাওয়াই’-এর বেডরুম।

এক ইংরেজি ট্যাবলয়েডের খবর অনুয়ায়ী, মেয়ে ও শাশুড়ীর সঙ্গে গল্প করার সময় হঠাৎ বেডরুম থেকে ধোঁয়া বের হতে দেখেন শ্রীদেবী। আতঙ্কিত হয়ে পড়লেও দ্রুত ঘরে থেকে শাশুড়ি ও মেয়েকে বের করে ফোন করেন ফায়ার সার্ভিসকে।

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে ছারখার হয়ে গিয়েছে বলিউডের মিস ‘হাওয়া হাওয়াই’-এর বেডরুম। শট সার্কিট থেকেই এই আগুন লাগে বলে জানা গেছে। শাশুড়ি ও বাচ্চাদের সঞ্জয় কাপুরের বাসায় পাঠিয়ে রাতটা হোটেলেই কাটান বনি কাপুর-শ্রীদেবী।

Leave a Reply