শ্রীকাইল ইষ্ট-১ নতুন গ্যাস কূপ অল্প সময়ে জাতীয় গ্রিডে সংযোগের সম্ভাবনা

06/03/2020 8:16 pmViews: 4

শ্রীকাইল ইষ্ট-১ নতুন গ্যাস কূপ
অল্প সময়ে জাতীয় গ্রিডে সংযোগের সম্ভাবনা


দেলোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় শ্রীকাইল ইস্ট-১ গ্যাস কূপ অনুসন্ধানে দীর্ঘ পাঁচ মাসের কার্যক্রম শেষে সন্ধান পাওয়া নতুন এই কূপ থেকে খুব অল্প সময়ের মধ্যে জাতীয় গ্রিডে সংযোগের সম্ভাবনা দেখছে তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্রেরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
বাপেক্স এর পক্ষ থেকে জানায়, ৩ হাজার ৬৫ মিটার গভীরে অবস্থিত নতুন আবিষ্কৃত এ গ্যাস কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। কাছাকাছি প্রসেস প্লান্ট থাকায় শুধু মাত্র ১০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
খনন বিদ মোছাদ্দেক হক বলেন, অনুসন্ধান কুপ শ্রীকাইল ইষ্ট-১ রুপকল্প-১ খনন প্রকল্পটি গত বছরের ১১ অক্টোবরে অনুসন্ধান কাজ শুরু করে গত জানুয়ারীতে শেষ করা হয়েছে। তিন কিলোমিটার গভিরে ৩০৫৬-৭১ ফিট খনন করে নতুন এই গ্যাস কূপ নিশ্চিত করা হয়। সরকারের যুগান্তকারী সিদ্ধান্তের কারনে দ্রæত এই কাজ সম্পর্ণ করা সম্বব হয়েছে। কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই জাতীয় গ্রিডে গ্যাস সংযোগ দেয়া সম্ভব হবে।

Leave a Reply