শ্রমিকদের উন্নয়নে আইএলও’র সঙ্গে ২৪ মিলিয়ন ডলারের চুক্তি

22/10/2013 5:48 pmViews: 10

_GARMENT_2134f ডেস্ক : গার্মেন্ট শ্রমিকদের অবস্থার উন্নয়নের জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মধ্যে ২৪ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকার আশুলিয়ার রানা প্লাজা ধসের ঘটনায় ১১০০’র বেশি শ্রমিক নিহত হওয়ার ছয় মাস পর এ চুক্তি স্বাক্ষরিত হলো।

বাংলাদেশের পোষাক কারখানাগুলোকে নিরাপদ রাখতে এবং শ্রমিকদের অধিকার রক্ষা করতে এ উদ্যোগ একটি মাইল ফলক হয়ে থাকবে।

তিন বছর মেয়াদি এ চুক্তির পুরো অর্থই প্রদান করবে যৌথভাবে বৃটিশ এবং নেদারল্যান্ড সরকার। চুক্তি বাস্তবায়নে আইএলও-এর পক্ষ থেকে মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে।

এছাড়া এ চুক্তির আওতায় গার্মেন্ট পরিদর্শন, সচেতনতা বৃদ্ধি এবং রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন্সের অগ্নিকাণ্ডে আহত যেসব শ্রমিক পোশাক শিল্পে আর কাজ করতে পারবেন না বা কাজ করতে চান না, তাদের অন্য কোনো কাজের প্রশিক্ষণ দেওয়াসহ প্রভৃতি উদ্যোগ আইএলও থেকে গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে আর্থিক সুবিধাদিও দেওয়া হবে আইএলও-এর পক্ষ থেকে।

এ চুক্তি অনুযায়ী, আইএলও সরাসরি গার্মেন্টস কারখানা পরিদর্শনে অংশগ্রহণ করবে না। পরিদর্শন কার্যক্রমের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণে যা যা প্রয়োজন হবে, সে সব প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করা হবে এ চুক্তির আওতায়।

শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার বলেন, শিল্প কারখানায় দুর্ঘটনার সংখ্যা আমরা একটি সহনীয় পর্যায়ে আনতে চাই। এছাড়া আমাদের কারখানাগুলোতে বিরাজমান কাজের অসুস্থ পরিবেশ কোনভাবেই মেনে নেওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply