শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কার জয়
শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কার জয়
অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়ে ভারতকে গল টেস্ট ৬৪ রানে হারালো শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৭৬ রান তাড়া করতে নেমে আজ চতুর্থ দিন ভারত মাত্র ১১২ রানে অলআউট হয়েছে। শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ নিয়েছেন ৪৮ রানে ৭ উইকেট। এতে অবিশ্বাস্য জয় পেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের তৃতীয় দিন স্পষ্ট জয় দেখছিল ভারত। শুধু আনুষ্ঠানিকতা বাকি ছিল বলেই ধরে নেয়া হচ্ছিল। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৮৩ ও ভারত ৩৭৫ রানে অলআউট হয়। ১৯২ রানে পিছিয়ে থেকে ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা। কিন্তু দিনেশ চন্ডিমলের ১৬২ রানে শ্রীলঙ্কা ৩৬৭ রান করে। এতে দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে জয়ের লক্ষ দাঁড়ায় ১৭৬ রান। এই রান তাড়া করতে নেমে তৃতীয় দিনে তারা ১ উইকেটে ২৩ রানে শেষ করে। আর আজ চতুর্থ দিনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। হেরাথের স্পিন বিষে ধরাশায়ী হয় ভারত। মধ্যাহ্ন বিরতির পর তারা ৭ উইকেটে ৭৬ রান তুলে হার দেখতে থাকে তারা। আর শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ১১২ রানে অলআউট হয়েছে তারা। সর্বোচ্চ ৩৬ রান আসে আজিঙ্কা রাহানের ব্যাট থেকে।