‘শোলাকিয়া হামলায় বিএনপি-জামায়াত জড়িত’

16/07/2016 5:12 pmViews: 6
‘শোলাকিয়া হামলায় বিএনপি-জামায়াত জড়িত’
 
‘শোলাকিয়া হামলায় বিএনপি-জামায়াত জড়িত’

ফাইল ছবি
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘শোলাকিয়ায় হামলার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত। খোঁজ নিয়ে দেখা গেছে, শোলাকিয়ায় যারা হামলা করেছে তাদের একজন বিএনপি ও অপরজন জামায়াতে ইসলামীর নেতার ছেলে।’
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ ও দমনে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় হাছান মাহমুদ এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে সব জঙ্গি হামলার সঙ্গে জামায়াত-বিএনপি জড়িত। ক্ষমতায় যেতে তারা এসব ঘটনার ইন্ধন দিচ্ছে।
সম্প্রতি দেশে ঘটে যাওয়া জঙ্গি হামলার সঙ্গে যাদের ইন্ধন রয়েছে তাদের নাম কিছু দিন পর জাতির সামনে প্রকাশ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে তাদের পেছনে গোয়েন্দারা নজরদারি শুরু করে দিয়েছেন। কিছু দিন পর তাদের গ্রেফতার করে জাতির সামনে তুলে ধরা হবে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ কাজী আনোয়ারুল ইসলাম খান, বাংলাদেশ তরীকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী ফারুক্বী প্রমুখ।

Leave a Reply