শেষ হলো নারীদের ইজতেমা

02/02/2014 9:23 pmViews: 7

নাটোর: অর্ধ লক্ষাধিক নারীর আমিন আমিন ধ্বনিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে শেষ হলো দেশের একমাত্র মহিলা বিশ্ব ইজতেমা।

রোববার দুইদিন ব্যাপী আয়োজিত ইজতেমার আখেরী মুনাজাত পরিচালনা করেন রাজশাহীর ফাতেমাতুজ্জোহরা। তার আগে নাটোরের তাসলিমা খাতুন, পাবনার বিশিষ্ট ওয়ায়েজিন মাওলানা আমজাদ হোসাইন জিহাদি ও মাওলানা দেলোয়ার হোসেন বক্তৃতা করেন। তারা বলেন, ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে নারীদের রাসুলের জীবনাদর্শ ও পবিত্র কোরআনের আলোকে জীবন গঠণের আহ্বান জানান।

ইজতেমার আয়োজক শের আলী শেখ জানান, গত বছরের মতো এবারো দেশের বিভিন্ন এলাকার দ্বীনি মহিলারা ইজতেমায় অংশগ্রহণ করেছেন। শেষ দিনে প্রায় অর্ধ লক্ষাধিক মহিলা ইজতেমায় অংশ গ্রহণ করেছেন বলে তিনি জানান।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম হোসেন জানান, ইজতেমা ঘিরে সাদা পোশাকের পাশাপাশি পোশাকধারী মহিলা পুলিশ মোতায়েন ছিল। ফলে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা শেষ হয়েছে।

Leave a Reply