শেষ সিরিজেও হোয়াইটওয়াশ ইংল্যান্ড
সিডনি: অস্ট্রেলিয়া সফরের শুরু থেকেই সঙ্গী হওয়া দুর্ভাগ্য শেষ ম্যাচেও ডোবাল ইংল্যান্ডকে। অ্যাশেজ সিরিজে হোয়াইটওয়াশের পর টি-২০ সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে বৃটিশরা।
সিডনিতে অনুষ্ঠিত টি-২০ সিরিজের শেষ ম্যাচে ৮৪ রানে হেরে লজ্জাজনক সফরটা শেষ করল ইংল্যান্ড। বলার মতো সাফল্য তাদের শুধু ওডিআই সিরিজের চতুর্থ ম্যাচের জয়। ওই ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়ার সেরা চারজন ক্রিকেটার বিশ্রামে ছিলেন।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ান টি-২০ দলের অধিনায়ক জর্জ বেইলি ২০ বলে তিন ছক্কা এবং চার বাউন্ডরিতে স্কোরবোর্ডে জমা দেন ৪৯ রান। ৩৭ বলে চার বাউন্ডারি এবং এক ছক্কায় ক্যামেরন হোয়াইট খেলেন ৪১ রানের ইনিংস। অ্যারন ফিঞ্চের ২১ বলে যোগান ছিল ৩০ রানের। ইংলিশ বোলারদের ওপর স্বাগতিক দলের প্রায় প্রত্যেক ব্যাটসম্যান নির্দয়ভাবে চড়াও হওয়ার কারণে নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জমা হয় ১৯৫ রানের বিশাল সংগ্রহ।
জয়ের জন্য ১৯৬ রানের লক্ষ্যে খেলতে নামা বৃটিশরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬ বল বাকি থাকতেই ১১১ রানে অলআউট হয়ে গেলে ৮৪ রানের জয় পায় অস্ট্রেলিয়া। টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় অস্ট্রেলিয়ান অধিনায়ক বেইলি শেষ ম্যাচেও জিতে নেন সেরা খেলোয়াড়ের প্রাইজমানি।