শেষ রক্ষা হলো না আর্জেন্টিনার, চ্যাম্পিয়ন চিলি
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চিলি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের দেখা পায়নি দুই দল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর তাতে ৪-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় চিলিয়ানরা।
চিলির ভিদাল পাড্রোর প্রথম শটটি বাঁ পাশে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আর্জেন্টিনার রোমেরো। হতাশ করেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের বাঁ পায়ের স্পট কিক গোল পোস্টের অনেক ওপর দিয়ে চলে যায়। পরবর্তী চার কিকে গোল করেন চিলির নিকোলাস কাস্টিলো মোরা ও মারিয়ানো এবং আর্জেন্টিনার মাসচেরানো ও অ্যাগুয়েরো।
নিজেদের চতুর্থ শটেও গোল আদায় করে চিলি। এমানুয়েলের পা থেকে আসে চতুর্থ গোল। কিন্তু আর্জেন্টিনার চতুর্থ শটে আবারো গোল মিস। এবার খলনায়ক রডরিগো বিগলিয়া। শিরোপা নির্ধারণী পঞ্চম শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন সিলভা গাজারডো।
যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হয়। গত বছরের ফাইনালে এই চিলির কাছে হেরেই শিরোপা হারিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।
নির্ধারিত ৯০ মিনিটের লড়াইয়ে বল পজিশনে আর্জেন্টিনার থেকে এগিয়ে ছিল চিলি। আর্জেন্টিনার ৪৪ শতাংশের বিপরীতে চিলি নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছিল ৫৬ শতাংশ। কিন্তু গোল আদায় করতে ব্যর্থ তারা। অন্যদিকে আর্জেন্টিনাও বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করায় গোলের খাতা খুলতে পারেনি।