শেষ ম্যাচে টিকিট পেলো জার্মানি
শেষ ম্যাচে টিকিট পেলো জার্মানি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউয়েফা চ্যাম্পিয়নশীপের মূল পর্বের টিকিট পেলো জার্মানি। শেষ ম্যাচের আগে বেশ জটিল সমীকরণে ছিল ‘ডি’ গ্রুপ। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানি ও ১৮ পয়েন্ট নিয়ে পোল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্র দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল। নিয়ম অনুযায়ী গ্রুপের শীর্ষ দুই দল আগামী বছর ফ্রান্স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের মূল পর্বে খেলবে সরাসরি। আর তৃতীয় দলটিকে প্লে অফের পরীক্ষা দিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। এই হিসেবে কাক্সিক্ষত এই টিকিট পেতে শেষ ম্যাচে মাত্র এক পয়েন্ট পেলেই চলতো জার্মানির। কিন্তু পোল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের জন্য ছিল বাঁচা-মরা লড়াই। ওই কঠিন লড়াইয়ে অবশ্য শেষ পর্যন্ত জয় হয়েছে পোল্যান্ডের। এদিন তারা আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশীপের টিকিট কেটেছে। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হেরে প্লে অফের পরীক্ষা দিতে হবে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকে। তবে জর্জিয়াকে ২-১ গোলে হারিয়ে জার্মানি পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই ইউরোয় খেলার যোগ্যতা অর্জন করেছে। এই জয় পেতে ঘাম ছুটে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে পেনাল্টিতে স্বাগতিক জার্মানিরকে এগিয়ে দেন টমাস মুলার। অবশ্য এর দুই মিনিট বাদে সফরকারী জর্জিয়াকে সমতায় ফেরান অধিনায়ক জাবা কানকাভা। আর ম্যাচের ৭৯ মিনিটে জার্মানির জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা ম্যাক্স ক্রুস। জার্মানির এই জয়ে গোলরক্ষব ম্যানুয়েল নয়ারের অবদান কম নয়। তিনি দুইবার প্রতিপক্ষের ভয়ঙ্কর দু’টি আক্রমণ রুখে দেন। বিশেষকরে দ্বিতয়িার্ধের শুরুতে টরিনকে ওকরিয়াশিলভির একটি আক্রমণ রুখে দেয়া ছিল অবিশ্বাস্য। এতে বাছাইপর্বে ১০ ম্যাচে ৭ জয়, ১ ড্র ও ২ হারে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের মূল পর্বে খেলবে জার্মানি।