শেষ প্রচারে সরব ব্রিটেন
শেষ প্রচারে সরব ব্রিটেন
শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে সরব হয়ে উঠেছে গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেন। ৮০০ বছর আগে ১২১৫ সালে ম্যাগনাকার্টা চুক্তির মাধ্যমে দেশটির গণতন্ত্রিক যাত্রা আজ অনেক দেশেই অনসৃত হচ্ছে। ব্রিটেনের গণতান্ত্রিক ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার থেকে শেষ দু’দিনে দেশব্যাপী সাধ্যমতো প্রচার চালাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। দলীয় আদর্শ ও উন্নয়নের ইশতেহার ঘোষণা করে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন তারা। খবর এএফপি ও বিবিসির।
লন্ডনে বরিস জনসনের সঙ্গে ৩৬ ঘণ্টার শেষ প্রচার চালাচ্ছেন কনজার্ভেটিভ দলের প্রার্থী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সমর্থকদের উদ্দেশে ক্যামেরন বলেছেন, ‘এখনও অনেক মানুষ ভোটের ব্যাপারে সিদ্ধান্তহীনতায়। শেষ মুহূর্তে আমাদের তাদের কাছে পৌঁছতে হবে।’ লেবার পার্টির প্রার্থী এড মিলিব্যান্ড দক্ষিণ ইংল্যান্ডে প্রচার চালাচ্ছেন। বেডফোর্ডে এক বক্তৃতায় তিনি বলেন, একজন ব্যক্তির একটি ভোট দেশের বিরাট পরিবর্তন এনে দিতে পারে। শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটি ভোটারের কাছে পৌঁছাতে সমর্থকদের পরামর্শ দেন তিনি। মধ্যপন্থী লিবারেল ডেমোক্রেট নেতা নিক ক্লেগ ‘দু’দিনের প্যাকেজ প্রচারে’ বের হয়েছেন। বর্তমানে ক্যামেরনের জোট সরকারে তার দল রয়েছে। এবার লেবার পার্টির সঙ্গেও জোট সরকার গঠন করতে পারেন ক্লেগ। ইউকিপ নেতা নাইজেল ফারাগ দক্ষিণ থানেটে ভোটারদের কাছে যান।
স্কটিশ নেতা নিকোলা স্টারজিয়ন যুক্তরাজ্যের পার্লামেন্টের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যদি সেখানে স্কটল্যান্ডের কোনো এমপি না থাকে। এদিকে সর্বশেষ বিবিসি জরিপে বলা হয়েছে, কনজার্ভেটিভ ও লেবার পার্টির ভোটপ্রাপ্তির সম্ভাবনা যথাক্রমে ৩৪ ও ৩৩ শতাংশ। নির্বাচনী হাওয়া শুরুর দিন থেকেই একই ধরনের ফল পাওয়া যাচ্ছিল সব জরিপেই। এতে মনে করা হচ্ছে সরকার গঠনের ক্ষেত্রে এ যাবৎকালের সবচেয়ে অচল অবস্থায় পড়তে যাচ্ছে যুক্তরাজ্য। ছোট দলের সঙ্গে জোট করেই সরকার গঠন করতে হবে যে কোনো বড় দলকে।
এবার স্বাস্থ্য খাতে নজর দেব : ক্যামেরন
অর্থনীতি শক্তিশালী হলে যে কোনো উন্নয়ন করা সম্ভব বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের উদ্দেশে কনজার্ভেটিভ পার্টির প্রার্থী ক্যামেরন বলেন, গত পাঁচ বছরে দেশের উন্নয়নের ভিত্তি গড়ে উঠেছে। সেটাই ‘প্রকৃত উন্নতি’। এখন হাসপাতাল ও স্বাস্থ্য খাতে নজর দেব। আমাদের ভবিষ্যতের প্রধান চালিকাশক্তি হচ্ছে একটি শক্তিশালী অর্থনীতি। এটা হলেই জাতীয় স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা যাবে।’
স্বাস্থ্য খাত বাঁচাতে
ভোট দিন : মিলিব্যান্ড
বিরোধী দল লেবার পার্টির প্রার্থী এড মিলিব্যান্ড তার নির্বাচনী শেষ প্রচারে তিনি জাতীয় স্বাস্থ্য খাতের (এনএইচএস) উন্নয়নকেই প্রধান ইস্যু করেছেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দেশের হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা ভয়াবহভাবে করুণ। স্বাস্থ্য খাতকে বাঁচাতে আমাদের (লেবার পার্টিকে) ভোট দিন। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষ। আমি নির্বাচিত হলে ক্ষমতার দম্ভ আমাকে কখনও পেয়ে বসবে না।’ তিনি বলেন, আমি বিরোধী নেতা থেকেও সাধারণ জীবনযাপন করেছি।
– See more at: http://www.jugantor.com/ten-horizon/2015/05/06/259169#sthash.rCiLNnz6.dpuf