শেষ পর্যন্ত ভোট সুষ্ঠু হলে জয়ের আশা সাক্কুর
শেষ পর্যন্ত ভোট সুষ্ঠু হলে জয়ের আশা সাক্কুর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে সকাল সোয়া ৯টার দিকে ভোট দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক (সাক্কু)। ভোট দেয়া শেষে তিনি গণমাধ্যমকে বলেন, ভোটের পরিবেশ ভালো, তবে ইভিএম মেশিন ডিস্টার্ব করছে। মেশিনে টিপ দিলে (প্রতীকের) ছবি উঠছে না। প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি। শেষ পর্যন্ত ভোট সুষ্ঠু হলে জয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। নির্বাচনে মনিরুল হকের প্রতীক টেবিল ঘড়ি।
আজ সকাল ৮টায় শুরু হয়েছে কুসিক নির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে তা বাড়বে বলে জানিয়েছেন প্রার্থীরা।
কুমিল্লা সিটিতে এবারের নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ১৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। কুমিল্লা নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন।