শেষ পর্যন্ত বিএনপির নির্বাচনে থাকা নিয়ে সংশয়

28/12/2015 7:59 pmViews: 5
শেষ পর্যন্ত বিএনপির নির্বাচনে থাকা নিয়ে সংশয়

ঢাকা | প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৫

পৌরসভা নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপির থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সংশয় প্রকাশ করেন।

সৈয়দ আশরাফ বলেন, নির্বাচনে সহিংসতার কোনো শংকা নেই। তবে বিএনপি শেষ পর্যন্ত এ নির্বাচনে থাকবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

এরআগে বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে আমরা পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি। নির্বাচনী যুদ্ধে শেষ পর্যন্ত অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছি।

Leave a Reply