শেষ নিঃশ্বাস পর্যন্ত পাকিস্তানে থাকবো: ইমরান খান
শেষ পর্যন্ত পাকিস্তানে থাকার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার রাত ১২টার দিকে টুইটারে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। এতে ইমরান বলেন, দেশত্যাগের প্রশ্নই ওঠে না, আমার শেষ নি:শ্বাস পর্যন্ত দেশেই থাকব। এ খবর দিয়েছে ডন। খবরে বলা হয়, মধ্যরাতেই ইমরান খানকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছিলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। এরপরই ইমরান সমর্থকরা তার বাড়ির সামনে অবস্থান নিয়েছে। যাতে কোনোভাবেই আবারও গ্রেপ্তার হতে না হয় পিটিআই চেয়ারম্যানকে। এই উত্তেজনার মধ্যেই মধ্যরাতে ইমরান খান এক ভিডিও বার্তায় জানান যে, তিনি কোনমতেই দেশ ছাড়বেন না, লড়াই চালিয়ে যাবেন।