শেরেবাংলায় প্রথম দিনেই চাপে বাংলাদেশ ৫ উইকেটে ২২৮ রান

21/10/2013 7:32 pmViews: 13

BD-611100মিথুন আশরাফ ॥ যেখানে অনায়াসে মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথমদিনে নিয়ন্ত্রণ বজায় রাখার কথা বাংলাদেশের, সেখানে দিনের মাঝামাঝিতেই নিয়ন্ত্রণ নিউজিল্যান্ডের হাতে চলে গেছে। আর সেটি হয়েছে প্রথমদিনে ২২৮ রান করতে গিয়ে ৫ উইকেটের পতন।
বৃষ্টির জন্য খেলা হয়েছে ৫৪.৪ ওভার। বাকি ছিল দিনের আরও ৩৫ ওভারের মতো। এরআগে বাংলাদেশ ভাল রানই করেছে। কিন্তু ৫ উইকেটের পতনেই সব শেষ হয়ে গেছে। হতাশা আরও আছে। এই যে বাংলাদেশের এতটা দুর্গতি সেটি শাকিব আল হাসান, ৫ রানের জন্য শতক বঞ্চিত হওয়া তামিম ইকবাল, মমিনুল হকের ভুল শট খেলে আউট হওয়ার মাশুল!
অথচ দিনের শুরু থেকে কিন্তু বাংলাদেশই ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেছে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে মার্শাল আইয়ুবের অভিষেক হয়। মিরপুরে দ্বিতীয় টেস্টে অভিষেক হয় পেসার আল আমিনের। ভাল একটা দিনই নিশ্চয়ই দেখার আশায় ছিলেন আমিন।
শুরুতে সেটি দেখলেনও। মন্থর গতিতে শুরুর পথ চলেছে বাংলাদেশ ব্যাটসম্যানরা। ধীরে ধীরে উইকেটে সেট হয়ে শট খেলা শুরু করে। রানও হতে থাকে। কিন্তু ২৩ রানেই আবারও ব্যর্থ হওয়া আনামুল হক বিজয় (৭) আউট হয়ে যান।
মার্শাল ব্যাট হাতে নামেন। তামিম-মার্শাল মিলে সুন্দরভাবে নিউজিল্যান্ড বোলারদের বিরুদ্ধে উইকেট আকড়ে থাকেন। দলকে ৯০ রান পর্যন্ত এগিয়েও নিয়ে যান। কিন্তু এমন সময় মার্শাল (৪১) আউট হন। বড় ইনিংস খেলার যে ভাবনা ছিল তাঁর, তা আবারও ভ-ুল হয়ে যায়। টেস্ট ক্রিকেট হিসেবে দ্রুতই ২ উইকেটের পতন ঘটে।
তবুও ভরসা থাকে। তামিমের সঙ্গে যে যোগ দেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান মমিনুল হক। পরের ব্যাটিং সাড়িতে থাকেন শাকিব, মুশফিক, নাসির ও প্রথম টেস্টে এক টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়া সোহাগ গাজী। তামিম-মমিনুল মিলেই ভরসার প্রতিদান দিতে থাকেন।
যেই দুইজন মিলে ৭৬ রানের জুটি গড়ে ফেলেন, বিপত্তি যেন সেখান থেকেই শুরু হয়ে যায়। দলীয় ১৬৬ রানে ভুল শট খেলে মমিনুল (৪৭) আউট হয়ে যান। বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায়। এরপর তামিম-শাকিব ‘হাইভোল্টেজ’ জুটির ওপর অন্তত প্রথমদিন শেষ করে দেয়ার ভরসা করা হয়। তাঁরা দিনের মাঝামাঝি এসে সবই যেন শেষ করে দেন।
ভুল শট আর আউট হওয়া যেন ম্যাচের প্রথমদিনের নিয়তি ছিল। দলীয় ২০৮ রানে ৯৫ রান করে তামিম আউট হওয়ার ২০ রান পর ২২৮ রানে শাকিবেরও (২০) উইকেটের পতন বাংলাদেশের মেরুদ- ভেঙ্গেই যেন দেয়। বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডারের কাছে বিশেষ আশা করা হওয়াটাই স্বাভাবিক। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫০ রান করা শাকিব হতাশই করেছেন। এমনই আউট হলেন তা যে ভুল দলের ক্রিকেটাররাই তা বলে দিচ্ছেন।
শাকিবের আউট দলকে একেবারে পঙ্গু করে দিয়েছে। ৫ উইকেটের পতনও নিশ্চিত হয়েছে। তার আগে তামিমের আউটটি সবার মনে যেন গেথে গেছে। মাত্র ৫ রানের জন্য প্রয়োজন ছিল শতক বঞ্চিত হয়েছেন তামিম। ৮২ রানের পর থেকেই এত ভাল বুঝে রান যোগ করে চলেছেন যে শতক করেই ছাড়বেন বোঝা গেছে। কিন্তু শেষ মুহূর্তে এসেই সব শেষ করে দেন তামিম। ৫ রানের জন্য শতকও করতে পারলেন না, আবার দলকেও বিপাকে ফেলে গেলেন।
এমন সময় শাকিবের আউটটি যেন কষ্টের পেরেগ হয়েই এসেছে। শাকিব আউট হতেই বৃষ্টি পড়া শুরু হয়। আর থামেনি। শেষ পর্যন্ত বাকি সময়টুকুতে আর খেলাই হয়নি। বাংলাদেশ ৫ উইকেটে ২২৮ রান নিয়েই প্রথম দিন শেষ করেছে। ব্যাট করছিলেন ১৪ রান করা মুশফিকুর রহীম। আজ দ্বিতীয় দিনে মুশফিকের সঙ্গে ব্যাটিংয়ে যোগ দেবেন নাসির হোসেন।

Leave a Reply