শেখ হাসিনা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

16/05/2015 3:11 pmViews: 6

শেখ হাসিনা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘শেখ হাসিনা সেতু’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর পৌনে একটার দিকে সেতুটির উদ্বোধন করেন তিনি। এর আগে বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির আ আ ম মেজবাউল হক স্টেডিয়ামে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি সেতু উদ্বোধন করতে যান। এই সফরে প্রায় ৬শ’ কোটি টাকার আরও ৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এসব প্রকল্পের কয়েকটির কাজ শেষ হয়েছে, আর কয়েকটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। এছাড়া দুপুরে  জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন দলটির সভানেত্রী শেখ হাসিনা।

Leave a Reply