শেখ হাসিনা দ্রুত জঙ্গি দমনে নজির স্থাপন করেছেন: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একক প্রচেষ্টায় বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মাত্র দুই মাসে জঙ্গি দমন করে বিশ্বের কাছে তিনি নজির স্থাপন করেছেন। বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে, কিভাবে জঙ্গি-সন্ত্রাস দমন করতে হয়।
শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করতেই হোটেল রাজমনি ঈশা খাঁয় এ যৌথসভার আয়োজন করা হয়।
হানিফ বলেন, এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টসহ বিশ্ব নেতারা স্বল্পন্নোত দেশগুলোকে উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশকে অনুসরণ করার পরামর্শ দিচ্ছেন। তিনি বলেন, কয়েকটি জঙ্গি হামলার প্রেক্ষিতে দেশ আর জঙ্গিবাদের হাত থেকে রক্ষা পাবে না বলে বিশ্ববাসীর অনেকে ধারণা করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ ধারণাকে ভুল প্রমাণ করে দেশকে বিশ্ববাসীর কাছে নিরাপদ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।