শেখ হাসিনার লেখা বই পড়ার আহ্বান ছাত্রলীগ সভাপতির

01/03/2017 6:35 pmViews: 226
শেখ হাসিনার লেখা বই পড়ার আহ্বান ছাত্রলীগ সভাপতির
 
শেখ হাসিনার লেখা বই পড়ার আহ্বান ছাত্রলীগ সভাপতির
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘নির্বাচিত প্রবন্ধ’ বইটি পড়তে ছাত্রলীগ নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ। প্রধানমন্ত্রীর লেখা অন্যান্য বইগুলোও সংগ্রহ করার পরামর্শ দেন তিনি।
গত দুইদিন আগামী প্রকাশনীতে বসে ছাত্রলীগ সভাপতি নিজের পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে নেতাকর্মীদের বইটি উপহার দিচ্ছেন। এছাড়া সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ পাঠকদের অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিনছেন বইটি।
প্রধানমন্ত্রীর লেখা ‘নির্বাচিত প্রবন্ধ’ প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। তরুণ প্রজন্মকে প্রধানমন্ত্রীর এ বই প্রকাশের খবর জানাতে ও বইটি পড়তে আগ্রহ বাড়াতে মেলার শুরু থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারণা চালানোর পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছেন ছাত্রলীগ সভাপতি। সোমবার বিকেলেও প্রধানমন্ত্রীর বইয়ের প্রচারণায় আগামী প্রকাশনীতে আসেন তিনি।
সাইফুর রহমান সোহাগ বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার লেখা ১৩টি প্রবন্ধ স্থান পেয়েছে এই বইয়ে। প্রকাশের পরপরই বইটি সংগ্রহ করে পড়েছি আমি। একজন পাঠক হিসেবে আমার অভিমত- বিভিন্ন সময়ে লেখা প্রধানমন্ত্রীর এই প্রবন্ধগুলোতে দেশের রাজনৈতিক পথপরিক্রমা সম্পর্কে একজন রাজনীতিবিদের প্রত্যক্ষ পর্যবেক্ষণ ফুটে উঠেছে। দেশের প্রতিটি নাগরিকের এই বইটি পড়া উচিত।
আগামী প্রকাশনী থেকে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্বাচিত প্রবন্ধ’ বইটির দাম ধরা হয়েছে ৩৫০ টাকা। বইটির ভূমিকা লিখেছেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।

Leave a Reply