শেখ হাসিনার নেতৃত্বে নিভৃত পল্লীতে আজ বিদ্যুতের আলো: খালিদ মাহমুদ

29/02/2016 11:41 amViews: 44
শেখ হাসিনার নেতৃত্বে নিভৃত পল্লীতে আজ বিদ্যুতের আলো: খালিদ মাহমুদ
 
শেখ হাসিনার নেতৃত্বে নিভৃত পল্লীতে আজ বিদ্যুতের আলো: খালিদ মাহমুদ
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনগণের একমাত্র আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। গ্রামীণ জনপদে আজ উন্নয়নের ছোয়া লেগেছে। নিভৃত পল্লীতে বিদ্যুতের আলো জ্বলেছে। এ সব সম্ভব হয়েছে শেখ হাসিনার দেশপ্রেমের কারণে। তিনি দেশের উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। লুটপাট নয়; জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
রবিবার জেলার বিরল উপজেলার পূর্ব মহেশপুর ও রবিপুর গ্রামের ৪৮৫টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের দ্রুত উন্নয়ন দেখে অবাক হয়েছে বিশ্বের উন্নত দেশগুলো। তারা শেখ হাসিনার উন্নয়ন প্রক্রিয়াকে অনুসরণীয় বলে স্বীকৃতি দিয়েছেন।
খালিদ মাহমুদ বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। তারা মসজিদ মন্দিরে হামলা, দেশি-বিদেশি বিভিন্ন ধর্মের মানুষকে হত্যা শুরু করেছে। তাদের মদদদাতা বিএনপি-জামায়াত আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। কিন্তু জনগণ তাদের কাছ থেকে সরে এসেছে। দেশবাসী উন্নয়নের পক্ষে তাই জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল। এ কারণে তাদের ষড়যন্ত্র সফল হয়নি।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক মো. ইলিয়াস আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খাইরুম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
পরে খালিদ মাহমুদ ধুকুরধাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক মন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরী স্মৃতি স্মরণে হাডুডু ফাইনাল খেলার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

Leave a Reply