শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধামুক্ত দেশ গড়াই আমাদের অঙ্গীকার : নানক
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ লাভের আশায় রাজনীতি করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস, দুর্নীতি ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার। আর দলের তৃণমূল নেতাকর্মীরাই শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় মেডিকেল কলেজ অডিটরিয়ামে রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ দারা, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, সংরক্ষিত সংসদ সদস্য বেগম আখতার জাহান প্রমুখ। এছাড়া দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলির সদস্য প্রফেসর আবদুল খালেক, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতন নেসা তালুকদার, সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম মো. ফারুক ও মেরাজ উদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।