শেখ হাসিনার অধীনে সবসময় নির্বাচন সুষ্ঠু হয়েছে :নাসিম

04/04/2017 10:44 amViews: 7
শেখ হাসিনার অধীনে সবসময় নির্বাচন সুষ্ঠু হয়েছে :নাসিম
 
শেখ হাসিনার অধীনে সবসময় নির্বাচন সুষ্ঠু হয়েছে :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সবসময় নির্বাচন সুষ্ঠু হয়েছে। আগামী জাতীয় নির্বাচনও অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তাই আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার সেগুনবাগিচাস্থ বিএমএ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, সরকার ও প্রশাসন আন্তরিক থাকলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন তার প্রমাণ। আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। ফলাফল যাই হোক, আওয়ামী লীগ তাই মেনে নেবে। সংবিধানে যা আছে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই।  স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী চক্র ও তাদের দোসররা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জঙ্গিবাদকে উসকে দিচ্ছে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেশের জনগণ এসব ষড়যন্ত্রকারীদের  জবাব দেবে।

মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচন হবে একাত্তরের ঘাতকদের চূড়ান্তভাবে পরাজিত করার নির্বাচন। এই নির্বাচনে ঘাতকের দোসরদের পারজিত করতেই হবে। পাকিস্তানের দোসরদের আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। বাংলাদেশ থেকে এই জঙ্গিবাদের দোসরদের মূলোত্পাটন করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পেশাজীবীর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকল পেশাজীবীর ঐক্যবদ্ধ থেকে চক্রান্তকারীদের চক্রান্ত মোকাবিলা করতে হবে। এ সময়ে মোহাম্মদ নাসিম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে রোগীদের সঠিকভাবে সেবা দিতে বিএমএ নেতাদের প্রতি আহ্বান জানান।

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক  ডা. রোকেয়া সুলতানা, বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply