শেওড়াপাড়ায় জঙ্গি আস্তানার সন্ধান, গ্রেনেড ও পোশাক উদ্ধার

17/07/2016 4:29 pmViews: 8
শেওড়াপাড়ায় জঙ্গি আস্তানার সন্ধান, গ্রেনেড ও পোশাক উদ্ধার
 
শেওড়াপাড়ায় জঙ্গি আস্তানার সন্ধান, গ্রেনেড ও পোশাক উদ্ধার

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মি উদ্ধারে অভিযান
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী জঙ্গিদের আরো এক আস্তানার সন্ধান পাওয়া গেছে। শনিবার দিবাগত গভীর রাতে রাজধানীর ৪৪১/৮ পশ্চিম শেওড়াপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি গ্রেনেড ও জঙ্গিদের ব্যবহৃত এক সেট পোশাক উদ্ধার করেছে পুলিশ।
একই সঙ্গে ভাড়াটিয়াদের তথ্য না নিয়ে জঙ্গিদের কাছে বাড়ি ভাড়া দেয়ার অভিযোগে বাড়ির মালিক নুরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, হলি আর্টিজানে হামলাকারীদের একটি অংশ ওই বাসায় ভাড়া করে অবস্থান করেছিল। তারা বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় সেখানে একটি হ্যান্ড ইমপ্রোভাইজ গ্রেনেড ও এক সেট কালো পোশাক ফেলে রেখে যায়। এগুলো অভিযানে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার বাড়ির মালিকের সঙ্গে জঙ্গিদের কোনো সম্পর্ক আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply