শুভ্রা মুখার্জির প্রতি প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে তিনি নয়া দিল্লীর ১৩ তাল কাটরা রোডে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে যান। সেখানে তিনি শুভ্রা মুখোপাধ্যায়ের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।
এর আগে বুধবার স্থানীয় সময় ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিআইপি ফ্লাইট নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী ছাড়াও তার বোন শেখ রেহানা, কন্যা সায়মা হোসাইন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রেস সেক্রেটারি এহসানুল করিম ভারতে গেছেন।
এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি সকাল ৬টায় (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি অন্ত্যেষ্ট্যিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাজধানীতে রাষ্ট্রপতি ভবনে যান।
দুপুরের পর হোটেল তাজ প্যালেসে কিছু সময় বিশ্রাম নিয়ে প্রধানমন্ত্রী বিকাল ৩টায় আবার ঢাকার পথে রওনা হবেন বলে তার প্রেস সচিব জানান।
শুভ্রা মুখার্জী ৭৪ বছর বয়সে মঙ্গলবার সকালে নয়াদিল্লীর একটি হাসপাতালে পরলোকগমন করেন।
শুভ্রার বাবা অমরেন্দ্র ঘোষের আদি বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার ভদ্রবিলা গ্রামে। পাঁচ বছর বয়স পর্যন্ত সেখানেই কাটিয়েছেন শুভ্রা।
এরপর তিনি নানা বাড়ি বসবাস শুরু করেন এবং স্থানীয় চাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।
পরে পরিবারের সদস্যদের সঙ্গে ভারত চলে যান তিনি। তবে শুভ্রার এক ভাই এখনও ভদ্রবিলা গ্রামে রয়েছেন।
প্রণব ও শুভ্রার দুই ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ও সুরজিৎ মুখার্জি এবং এক মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।