শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ
শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজধানীতে বিক্ষোভ করেছে মহানগর জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে জামায়াত এ কর্মসূচি ঘোষণা করে। সোমবার সকাল ৮টার দিকে মিরপুর ১০ নাম্বার থেকে একটি মিছিল শুরু হয়ে কাজিপাড়ায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন। অন্যদিকে জুরাইন রেলগেট এলাকায় আরেকটি মিছিল করে মহানগর জামায়াত। সকাল ৯টায় জুরাইন রেলগেট থেকে মিছিলটি শুরু হয়ে জুরাইন গোরস্থানের কাছে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর, শূরা সদস্য এম.এ. মান্নান, গাজী আবুল কাশেম, অধ্যাপক আহসান উল্লাহ প্রমুখ।