শীর্ষে শাহরুখ-দীপিকা

28/11/2015 1:46 pmViews: 8
শীর্ষে শাহরুখ-দীপিকা
শীর্ষে শাহরুখ-দীপিকা
টাইমস সেলেবেক্স তালিকার শীর্ষে স্থান করে নিয়েছেন শাহরুখ খান। অন্যদিকে অভিনেত্রীদের তালিকায় শীর্ষে উঠেছেন দীপিকা পাড়ুকোণ।
অক্টোবর মাসে টাইমস সেলেবেক্সের তালিকার শীর্ষে শাহরুখ খানের নতুন ছবি ‘দিলওয়ালে’র টিজার প্রকাশ। এছাড়া ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটির ২০ বছর পূর্তি হয়েছে গত মাসে।
অন্যদিকে দীপিকা তার নতুন ছবি ‘তামাশা’ ও ‘বাজিরাও মাস্তানি’ ছবির প্রচার এবং মানসিক অসুস্থতা দূরীকরণে চালু করা এনজিও’র জন্য শীর্ষে জায়গা করে নিয়েছেন।
তালিকায় অভিনেতাদের মধ্যে শাহরুখের পরেই আছেন অক্ষয় কুমার। আর তৃতীয় অবস্থানে আছেন সালমান খান। অন্যদিকে দীপিকার ঠিক পড়েই আছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। তৃতীয় অবস্থানে আছেন আলিয়া ভাট।
টাইমস-এর এই মাসভিত্তিক তারকা জরিপ শুরু হয়েছিল ২০১২ সালের সেপ্টেম্বর মাস থেকে। এ জরিপে বিভিন্ন বিষয়ের পরিমাপকের মধ্যে রয়েছে-ছবির বক্স অফিস সাফল্য, তারকাদের জনপ্রিয়তা, টিভি, অনলাইনে ছবি ও তারকার প্রচার, ব্র্যান্ড বা পণ্য দূতিয়ালি, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাদের অংশগ্রহণ ও ভক্ত বা অনুসারীর সংখ্যা ইত্যাদি। খবর: টাইমস অব ইন্ডিয়া।

Leave a Reply