শীতের বুড়ি

25/12/2015 3:45 pmViews: 15

শীতের বুড়ি

চৌধুরী ফেরদৌস

.হাড় কাঁপিয়ে
আসছে বুড়ি
ফোকলা দাঁতে
খাচ্ছে মুড়ি;

মুড়ি তো নয়
বিন্নি-খই
খেজুর গুড়ের
মিঠাই কই?

অসছে বুড়ি
ঝরছে পাতা
বাঘ মুড়ি দেয়
কম্বল, কাঁথা…

টুপ টাপ টুপ
রাতের শিশির
ভাঙছে না ঘুম
মাসি-পিসির;

বুড়ির গায়ে
সাদা চাদর
সর্দি-কাশির
বাড়ছে আদর

ও বুড়ি তুই
ভাগ না, ভাগ…
কাঁপছে শীতে
পৌষ ও মাঘ।

Leave a Reply