শিশু রাজন হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

08/11/2015 5:57 pmViews: 8

শিশু রাজন হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

 

 

 

সিলেটে শিশু সামিউল আলম রাজনকে নির্যাতন করে হত্যার দায়ে ৪জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। এর আগে চার্জশিটভুক্ত ১৩ আসামির মধ্যে কারাবন্দি ১১ জনের উপস্থিতিতে রায় পড়া শুরু করেন বিচারক। রায়ে ফাঁসির দ-প্রাপ্ত আসামিরা হলেন ময়না চৌকিদার, তাজউদ্দিন আহমদ বাদল ও জাকির হোসেন পাভেল আহমদ। খালাস পেয়েছেন ফিরোজ মিয়া, আজমত উল্লাহ ও রুহুল আমিন। যাবজ্জীবন কারাদ- হয়েছে নুর মিয়ার। সাত বছর করে কারাদ- হয়েছে- কামরুলের তিন ভাই মুহিত আলম, আলী হায়দার ও শামীম আহমদের। এক বছর করে দ- হয়েছে দুলাল আহমদ ও আয়াজ আলীর। কামরুলের আরেক ভাই শামীম আহমেদ ও জাকির হোসেন পাভেল আহমেদ পলাতক রয়েছেন।
গত ৮ই জুলাই চুরির অপবাদে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ডসংলগ্ন শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয় সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতা শিশু রাজনকে। লাশ গুম করার সময় ধরা পড়েন একজন। পরে পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করেন। ফেসবুকে প্রচরের উদ্দেশ্যে নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করেন নির্যাতনকারীরা।

Leave a Reply