শিশু নির্যাতনকারীদের ছাড় নয়: প্রধানমন্ত্রী

18/10/2015 3:23 pmViews: 7
শিশু নির্যাতনকারীদের ছাড় নয়: প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশু নির্যাতনকারী যেই হোক না কেন তাদের কোনো ছাড় দেয়া হবে না। নির্যাতনকারীদের শাস্তি হবেই।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এ সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে যদি একটা ঘটনা ঘটে তাহলে একের পর এক একই ঘটনা ঘটতে থাকে। আমি জানি না এটা আমাদের প্রবণতা কি না। আমি আহ্বান জানাই, শিশুদের ওপর নির্যাতন যেন বন্ধ হয়।

সমাজের অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের অবহেলা না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুযোগ দেওয়া হলে এই শিশুরাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর জন্য নিরাপদ, বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। কারো ভাগ্য যেন আমার ভাই রাসেলের মতো না হয় এ জন্য দেশকে নিরাপদ আবাস হিসেবে গড়ে তুলতে হবে।

Leave a Reply