শিশু ধর্ষণের দায়ে ভ্যাটিকানকে জাতিসংঘের ধিক্কার
খ্রিস্টান ধর্মযাজক কর্তৃক হাজারো শিশু ধর্ষণের দায়ে ভ্যাটিকানকে ধিক্কার জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটির শিশু অধিকার বিষয়ক শাখা জানিয়েছে, ভ্যাটিকানকে অবশ্যই দ্রুত এসব সমস্যা দূর করতে হবে। জাতিসংঘ আরো জানায়, যে সকল পাদ্রি এসব অভিযোগে অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সংস্থাটি ভ্যাটিকানের সমকামিতা, গর্ভনিরোধ এবং গর্ভপাতের কঠোর সমালোচনা করেছে।
এদিকে ভ্যাটিকান শিশুদের যৌন হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য চার্চে একটি কমিটি গঠন করেছে। সূত্র : বিবিসি