বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবে : ও. কাদের

29/09/2013 10:35 amViews: 19

imageskaderপ্রেমানন্দ ঘরামী, বরিশাল, ২৯  সেপ্টেম্বর, প্রথম বাংলা ॥ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ি যথাসময়েই দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি মুখে এখন যতো কথাই বলুক না কেন শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহন করবে। মন্ত্রী আরো বলেন, বিএনপির আন্দোলনকে আওয়ামী লীগ ভয়পায়না। তারা আন্দোলন করবে তাদের সেক্ষেত্রে সাংবিধানীক অধিকার রয়েছে। তবে আন্দোলনের নামে ধংষাত্বক কর্মকান্ড করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। মন্ত্রী রবিবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া-পাতাবুনিয়া ও কবাই-লক্ষিপাশা নদীতে দুটি ফেরি ফেরী উদ্বোধন শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, উন্নয়নের মিথ্যে আশ্বাস দিয়ে কথার ফুলঝুঁড়ি ছেটাতে চাইনা। যা পারবো তাই বলবো। খুব স্বল্প সময়ের জন্য মন্ত্রী হয়েছি, এতো স্বল্প সময়ে সকল কাজ সম্পন্ন করা সম্ভব হয়না। তাই আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আওয়ামী লীগ পূর্ণরায় সরকার গঠন করতে পারলে সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এদেশে যোগাযোগসহ সকল সেক্টরে উন্নয়ন হয়। আর অন্যরা ক্ষমতায় আসলে লুটপাট হয়। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডে ইর্ষান্নিত হয়ে বিরোধী দল দেশে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাদের অপপ্রচারে কান না দিয়ে কাজের মূল্যায়ন হিসেবে আগামি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য মন্ত্রী সকলের কাছে দাবি করেন।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে চরাদি ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সামছুল আলম চুন্নু। বিশেষ অতিথি ছিলেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার-এমপি, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, নাছরিন জাহান রতœা-এমপি, জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা সেরনিয়াবাদ সাদেক আব্দুল্যাহ, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া প্রমূখ।

Leave a Reply