শিশুর বুদ্ধিমত্তা বাড়ায় মায়ের দুধ
শিশুর বুদ্ধিমত্তা বাড়ায় মায়ের দুধ
দীর্ঘদিন ধরে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ‘মায়ের বুকের দুধপানের সঙ্গে শিশুর বুদ্ধিমত্তার সম্পর্ক’ রয়েছে।
যদিও বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলার সময় হয়নি বলে মনে করেন গবেষকরা।
ব্রাজিলের একদল গবেষক প্রায় সাড়ে তিন হাজার শিশুর ওপর দীর্ঘদিন ধরে নজর রাখেন। তারা দেখতে পান, যেসব শিশু অনেকদিন ধরে মায়ের বুকের দুধ পান করেছে তারা বড় হয়ে আইকিউ টেস্টে বেশি স্কোর করেছে।
বিশ্বের প্রত্যেক মা’কে তার শিশুকে অন্তত ছয় মাস বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়া হয়ে থাকে।
‘ল্যানসেট গ্লোবাল হেল্থ’ জার্নালে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পায়।
প্রতিবেদনে বলা হয়, মায়ের বুকের দুধ পান করা ছাড়াও আরো অন্যান্য অনেক বিষয় শিশুর বুদ্ধিমত্তার বিকাশকে প্রভাবিত করে। এর মধ্যে থেকে গবেষকরা প্রধান কারণগুলো খুঁজ বের করার চেষ্টা করেন।
গবেষকদের একজন ব্রাজিলের ফেডারেল বিশ্ববিদ্যালয়েল ডা. বের্নার্দো লিসা হর্তা বলেন, একই সামাজিক পরিবেশে বড় হাওয়া বেশ কয়েকটি শিশুদের মধ্যে এক অংশ এক মাসের কম সময় বুকের দুধ পান করেছে এবং অন্য অংশ এক বছরের বেশি সময় বুকের দুধ পান করেছে।
ওই শিশুদের মধ্যে যারা দীর্ঘদিন বুকের দুধ পান করেছে তারা বড় হয়ে বুদ্ধিমত্তার পরীক্ষায় বেশি স্কোর করেছে।
এমনকি তারা বেশি উপার্জন করেছে এবং বেশি লেখাপড়া করেছে।
ডা. হর্তার বিশ্বাস, যেহেতু মায়ের বুকের দুধ দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ফ্যাটি এসিড যোগান দেয়, তাই যেসব শিশু বেশিদিন বুকের দুধপান করে তারা কিছুটা এগিয়ে থাকে। মস্তিষ্কের গঠনে ফ্যাটি এসিড অপরিহার্য।
তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত কিছু বলার আগে আরো গবেষণা প্রয়োজন বলে মনে করেন হর্তা।