শিগগিরই তনু হত্যার ‘প্রকৃত ঘটনা’ উন্মোচন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

27/03/2016 8:07 pmViews: 8
শিগগিরই তনু হত্যার ‘প্রকৃত ঘটনা’ উন্মোচন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
 
শিগগিরই তনু হত্যার 'প্রকৃত ঘটনা' উন্মোচন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুকে হত্যার ‘প্রকৃত ঘটনা’ শিগগিরই উন্মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। র‌্যাবের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বাহিনীর সদর দফতরে এক অনুষ্ঠান মন্ত্রী সাংবাদিকদের বলেন,  ‘তদন্ত চলছে। তদন্তের সময় কথা বলা উচিৎ নয়। তদন্ত শেষে আশা করছি, শিগগিরই প্রকৃত ঘটনা জানাতে পারব।’
গত ২০ মার্চ রাতে ‍কুমিল্লা সেনানিবাস এলাকায় খুন হন ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী তনু। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এই ঘটনায় তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডর কর্মচারী ইয়ার হোসেন একটি মামলা করলেও খুনিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। নাট্যকর্মী তনুর খুনিদের গ্রেফতারের দাবিতে ইতোমধ্যে সোচ্চার পুরো দেশ। সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় উঠেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘নিরাপত্তা বাহিনীর উপর জনগণের বিশ্বাস, আস্থা অলরেডি এসেছে। যত ঘটনা ঘটেছে সবগুলো সবাইকে অবহিত করা হয়েছে। কারণটা কি বলেছি।’
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সিআইডি ঘটনাটি তদন্ত করছে। সিআইডি অগ্রগতি করছে বলে মনে করি। আশা করছি এখানেও একটা ক্লু পাব।’ বিডি নিউজ।

Leave a Reply