শিগগিরই জামায়াত নিষিদ্ধ হবে : শিক্ষামন্ত্রী

09/01/2016 6:33 pmViews: 8
শিগগিরই জামায়াত নিষিদ্ধ হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিগগিরই বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ নিষিদ্ধ করা হবে । শনিবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পেছনে ঠেলে দিয়েছিল স্বাধীনতা বিরোধী চক্র। এখন আর সেই দিন নেই। স্বাধীনতার চেতনায় আমরা সবাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে কাজ করছি। এদেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক শিক্ষা ব্যবস্থা হিসেবে গড়তে সরকার কাজ করছে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, স্বাধীনতা বিরোধীদের নেতা শাহ আজিজ ও আব্দুল আলীমকে জিয়া মন্ত্রী করেছিলেন। তার স্ত্রী খালেদা আরেক রাজাকার আল বদর নেতা নিজামী ও মুজাহিদকে মন্ত্রী করে স্বাধীনতার প্রতি অবমাননা করেছে। এ জন্য তার বিচার হওয়া উচিৎ।

শিক্ষামন্ত্রী বলেন, হবিগঞ্জের শিক্ষার উন্নয়নে ইতোমধ্যে সরকার ৫০ কোটিরও বেশি টাকা ব্যয় করে ভবন নির্মাণ করেছে। কেবল ভবন নির্মাণ করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো ও আধুনিক শিক্ষাদানের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মন্ত্রী দীঘলবাক উচ্চ বিদ্যালয়কে কলেজ পর্যায়ে উন্নীত করার আশ্বাস দেন।

Leave a Reply