শিক্ষিকা শারমিন হত্যার দু’বছর আগামীকাল

11/10/2013 2:06 pmViews: 14

Barisal....Photoপ্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বখাটের ছুরিকাঘাতে নিহত বরিশালের আগৈলঝাড়া উপজেলার বহুল আলোচিত স্কুল শিক্ষিকা শারমিন আক্তার সুমুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার। এ উপলক্ষ্যে নিহত শারমিনের গৈলা গ্রামের মামা বাড়িতে দিনব্যাপী কোরাখানি ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। একইদিন বিকেলে নিহত শারমিনের শেষ কর্মস্থল উপজেলার পূর্ব সুজনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরুপ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। অপরদিকে শারমিনের একমাত্র হত্যাকারী বখাটে আবুল গোমস্তার বিরুদ্ধে নিম্ন আদালতে দেয়া ফাঁসির রায় আজো কার্যকর না হওয়ায় সর্বত্র তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, উপজেলার কালুপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সরদার শাহজাহানের কন্যা পূর্ব সুজনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন আক্তার সুমুকে প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে ২০১১ সালের ১২ অক্টোবর স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ছুড়ি কাঘাত করে হত্যা করে বখাটে আবুল গোমস্তা। আবুল শিহিপাশা গ্রামের আকু চৌকিদারের পুত্র। এ ঘটনায় শারমিনের পিতা বাদি হয়ে থানায় হত্যা মামলা করেন। একই বছরের ২৬ ডিসেম্বর আগৈলঝাড়া থানার এস.আই আলী আহম্মদ একমাত্র ঘাতক আবুলকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। শারমিন হত্যার ১৭৭ দিনের মধ্যে ২০১২ সালের ৯ এপ্রিল বরিশাল জেলা দায়রা জজ একেএম সলিমুল্লাহ’র আদালত ঘাতক আবুলের ফাঁসির দন্ডাদেশ প্রদান করেন। নিন্ম আদালতের রায়ের বিরুদ্ধে আবুলের পরিবার ২০১২ সালের ১৬ এপ্রিল উচ্চ আদালতে আপিল করেন। বর্তমানেও উচ্চ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে।

Leave a Reply