শিক্ষার্থীদের বিনামূল্যে সৌরবাতি দেবে সরকার

06/04/2014 10:11 pmViews: 4
 ঢাকা: ২৩ জেলায় বিদ্যুৎহীন এলাকার মেধাবী ও গরিব শিক্ষার্থীদের মধ্যে সৌর বিদ্যুৎ চালিত বাতি বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ সুবিধা বঞ্চিত ২৩ জেলার ষষ্ঠ শ্রেণির মেধাবী ও গরিব শিক্ষার্থীদের মধ্যে এ সৌরবাতি বিতরণ করা হবে। এজন্য মধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ৮টি অঞ্চলের ৪৯টি উপজেলা চিহিৃত করা হয়েছে। প্রত্যেকটি উপজেলা থেকে ১০ জন করে শিক্ষার্থীর নামের তালিকা সংগ্রহ করে পাঠাতে বলেছে মাউশি। এ জন্য তিন এপ্রিল সংশ্লিষ্ট জেলার শিক্ষা অফিসারের কাছে চিঠি পাঠিয়েছে মাউশি। মাউশি সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

যেসব জেলায় ও উপজেলায় বিনামূল্যের সৌরবাতির সুযোগ থাকছে সেগুলো হচ্ছে- সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, শাল্লা, দিরাই। হবিগঞ্জ জেলার লাখাই, আজমিরিগঞ্জ। বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর, বিজয়নগর। লক্ষীপুর জেলার রামগতি। চট্টগ্রাম জেলার সন্দ্বীপ। নোয়াখালী জেলার হাতিয়া। বরিশাল জেলার মুলাদি, হিজলা, মেহেন্দীগঞ্জ। পটুয়াখালী জেলার রাঙাবালী, দশমিনা, গলাচিপা। ভোলা জেলার মনপুরা। ঝালকাঠি জেলার কাঠালিয়া, নলছিটি। বরগুনা জেলার বেতাগী, বামনা, পাথরঘাটা, আমতলী। খুলনা জেলার কয়রা, তেরখাদা, পাইকগাছা, দাকোপ। বাগেরহাট জেলার শরনখোলা, রামপাল। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী, কোটালিপাড়া। মাদারীপুর জেলার শিবচর। মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান, লৌহজং। ময়মনসিংহ জেলার ধোবাউড়া। নেত্রকোনা জেলার পূর্বধলা, খালিয়াজুড়ি, বারহাট্টা। কিশোরগঞ্জ জেলার মিঠামইন, নিকলী, ইটনা। জামালপুর জেলার মেলান্দহ, মাদারগঞ্জ। কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর, নাগেশ্বরী, চিলমারী, ভুরঙ্গামারী। সিরাজগঞ্জের চৌহালী।

 

এ বিষয়ে জানতে চাইলে মাউশির মাধ্যমিক শাখার সহকারি পরিচালক গৌর চন্দ্র মণ্ডল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সংশ্লিষ্ট জেলাগুলোতে চিঠি পাঠানো হয়েছে। চিঠির জবাব আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’ তিনি বলেন, বিনামূল্যের সৌরবাতি সবাই পাবে না। শুধু যেসব এলাকায় বিদ্যুৎ নেই, সেই সব এলাকার ষষ্ঠ শ্রেণির গরিব ও মেধাবী শিক্ষার্থীদের দেয়া হবে। প্রত্যেক উপজেলায় ১০ জনকে এই সুবিধা দেয়া হবে।’

Leave a Reply