শিক্ষক হত্যাচেষ্টায় আটক ফাহিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় হাতেনাতে আটক গোলাম ফায়জুল্লাহ ফাহিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে মাদারীপুরের বাহাদুর এলাকার মিয়ারচরে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন বলে মাদারীপুরের পুলিশ সুপার সারওয়ার হোসেন জানিয়েছেন। শুক্রবার তাকে ১০ দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।
মাদারীপুরের পুলিশ সুপার সারোয়ার হোসেন বলেন, ফাহিমকে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছিল, মিয়ারচরে তার সহযোগীরা আছে। তখন তাকে নিয়ে সেখানে অভিযানে যায় পুলিশ।
পুলিশ সুপার জানান, সকালে সেখানে যাওয়ার পর ফাহিমকে ছিনিয়ে নিতে হিযবুত সদস্যরা গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। তখন গুলিবিদ্ধ হয়ে ফাহিম মারা যায়।
ফাহিমের ‘সহযোগীদের গুলিতে’ পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত এবং এক কনস্টেবলও আহত হন বলে পুলিশ সুপার জানিয়েছেন।
শনিবার সকালে ফাহিমের লাশ মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ। নিহত ফাহিম ঢাকার উত্তরার একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ১৮ বছর বয়সী এই তরুণ নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরে যুক্ত ছিলেন বলে পুলিশের দাবি করেছে।
গত বুধবার মাদারীপুরে সরকারি নাজিম উদ্দিন কলেজের গণিতের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলার পর জনতা ফাহিমকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছিল।