শিক্ষক লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আফ্রিকার মালিতে ঝড়ে নিহত দুই বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবশ্যই ধরা হবে। অপরাধ যেই করুক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সেক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। এ ঘটনার তদন্ত চলছে।
তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা কোনভাবেই কাম্য হতে পারে না। কোনো শিক্ষককেই অসম্মান করা উচিত নয়। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ও স্কুলের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শ্যামল কান্তি নামে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। যা সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে সিআইডির ওপর আমাদের আস্থা আছে। আমরা জানি তারা কী করতে পারে। তারা করে দেখিয়েছে। এক্ষেত্রেও ব্যতিক্রম হবে না।