শিক্ষক আন্দোলনে অচল চট্টগ্রাম

19/09/2015 1:47 pmViews: 3
শিক্ষক আন্দোলনে অচল চট্টগ্রাম

 

নতুন বেতন স্কেলে বৈষম্য সৃষ্টি এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে কর্মবিরতিতে নেমেছেন চট্টগ্রামের সব সরকারি কলেজ শিক্ষকরা।

শনিবার সকালে এ কর্মসূচি শুরু করেন তারা। এ আন্দোলনের কারণে নগরীর কলেজগুলোতে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।  চট্টগ্রামের ২০টি সরকারি কলেজের শিক্ষকরা সকাল থেকে কর্মবিরতির পাশাপাশি সমাবেশও করছেন।

এদিকে সকালে নগরীর চট্টগ্রাম কলেজ, হাজী মোহাম্মদ মহসীন কলেজ, সরকারি কমার্স কলেজ, সিটি কলেজ ও নাসিরাবাদ সরকারি মহিলা কলেজে প্রতিবাদ সমাবেশ হয়।

সরকার অষ্টম বেতন কাঠামো অনুমোদনের পর বিসিএস সাধারণ শিক্ষা সমিতি দেশব্যাপী এ কর্মসূচির ডাক দেয়। এই বেতন কাঠামো নিয়ে অসন্তোষ জানিয়ে আন্দোলনে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও।

এছাড়া গাছবাড়িয়া সরকারি কলেজ, পটিয়া কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার মহিলা কলেজ ও তিন পার্বত্য জেলার কলেজগুলোতেও কর্মসূচি পালন করছে।

নাসিরাবাদ সরকারি কলেজের প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া সাতকানিয়া সরকারি কলেজের অধ্যাপক আমিনুল আনোয়ার জানান, নতুন বেতন স্কেলে আমাদের পদমর্যাদার অবনমনা হয়েছে। নতুন পদ্ধতিতে একজন শিক্ষককে চতুর্থ গ্রেডে থাকা অবস্থাতেই অবসরে চলে যেতে হবে। এটা মেনে নেয়া কষ্টকর।

হাজী মোহাম্মদ মহসীন কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মো. ইদ্রিস আলী বলেন, নতুন স্কেলে বেতন বাড়লেও সেটা আমরা উপভোগ করতে পারছি না। কারণ এটা আমাদের সম্মানের প্রশ্ন। শিক্ষকদের কর্মবিরতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে।

এদিকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) অধিদপ্তরের কর্মকর্তারাও এই কর্মসূচিতে একাত্ম।

Leave a Reply