শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ॥ মিছিল ও সমাবেশ

30/10/2013 7:01 pmViews: 8

01 (2)গৌরনদী প্রতিনিধি
শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমুলক মিথ্যে মামলা থেকে অব্যাহতি ও অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বুধবার দুপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার কুড়লিয়া বাজারে। স্থানীয় কুড়লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক সুশান্ত কুমার বাড়ৈর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় নিঃশর্ত মুক্তির দাবিতে ওই স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থীরা মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর স্থানীয় বাজারের ব্যবসায়ী স্বপন সমদ্দার দুস্কৃতকারীদের হাতে খুন হন। পরেরদিন নিহতের ভাই তপন সমদ্দার বাদি হয়ে স্থানীয় অমল মন্ডল ও দুলাল রায়সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বরিশালের সিআইডি’র এসআই রেজাউল হক তদন্ত করে এজাহারভুক্ত দু’জনসহ তাদের সাথে গণিত শিক্ষক সুশান্ত কুমার বাড়ৈকে মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযুক্ত করে চলতি বছরের ৯ জুলাই আদালতে চার্জশীট দাখিল করেন। পরবর্তীতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর শিক্ষক সুশান্ত বাড়ৈ আদালতে আত্মসমর্পন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। ওই মামলার প্রধান দু’আসামি গ্রেফতারের পর জামিনে বেরিয়ে পলাতক থাকলেও সন্দেহভাজন আসামি হিসেবে সুশান্ত বাড়ৈ কারাভোগ করছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শিক্ষক সুশান্ত কুমার বাড়ৈর অনুপস্থিতে তাদের পড়াশুনা মারাত্মক ভাবে ব্যহৃত হচ্ছে। এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায় জানান, স্থানীয় একটি কুচক্রি মহলের রোষানলে শিক্ষক সুশান্ত কুমার বাড়ৈকে ফাঁসানো হয়েছে। তিনি আরো জানান, সিআইডি একতরফা ভাবে প্রভাবিত হয়ে শিক্ষক সুশান্তকে মামলায় জড়িয়েছে। তারা মিথ্যে মামলা থেকে অব্যাহতিসহ অনতিবিলম্বে শিক্ষক সুশান্ত কুমার বাড়ৈর নিঃর্শত মুক্তির দাবি করেন। অন্যাথায় তারা কঠোর কর্মসূচী ঘোষণা করবেন বলেও হুশিয়ারী উচ্চারন করেন।

Leave a Reply