শিক্ষকদের দুর্নীতির চর্চা বন্ধ করতে হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকই অধ্যাপক হতে চান। এটা এক ধরনের দুর্নীতি চর্চা। দুর্নীতির এ চর্চা বন্ধ করা উচিত। মঙ্গলবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল পরবর্তী এক প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
নতুন পে-স্কেলকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, দেশের সবচেয়ে বেশি শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছে। পে-স্কেলে কী আছে, তারা সেটা না বুঝেই আন্দোলন করছেন।
তিনি বলেন, শিক্ষকদের পদোন্নতির নিয়মটি নিজেরা তৈরি করে নিয়েছেন। তাই তাদের পদোন্নতি ব্যবস্থার সংস্কার করা হবে।