শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা চলছে : শিক্ষামন্ত্রী

03/01/2016 4:10 pmViews: 7
শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা চলছে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষদের বেকন-ভাতাসহ বিভিন্ন দাবি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য অর্থমন্ত্রণালয়ের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। রাজধানীর মাতৃভাষা ইনষ্টিটিউটে আয়োজিত এক অনূষ্ঠান শেষে আজ রোবাবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিশ্চিতের লক্ষে প্রণিতব্য অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন-২০১৫ এর উপর মতামত নেয়ার জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যায়ের ভিসি ও ট্রাষ্টি বোর্ডের সভাপতি-সদস্যরা যোগদেন।

অধ্যাপকদের একটি অংশকে সিনিয়র সচিবের সমান মর্জাদা প্রদানসহ ৫ দফা দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে আছেন। আজ রোববার কালো ব্যাচ ধারণ করে তারা ক্লাস-পরীক্ষা নিয়েছেন। এ কর্মসূচি ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। দাবি আদায়ের ১১ জানুয়ারি থেকে তারা লাগাতার কর্মবিরতির ঘোষনা দিয়েছেন।

Leave a Reply