শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলায় বি.চৌধুরীর নিন্দা
সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ রাজনৈতিকদলের ছাত্ররা শিক্ষকদের দৈহিকভাবে আক্রমণ করেছে, এই সংবাদের নিন্দা জানানোর ভাষা খুঁজে পাওয়া কঠিন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এটা অগ্রহণযোগ্য।
তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত এক বা একাধিক বিচারপতির সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন, ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা প্রতিরোধে অবিলম্বে এই সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।