শাহ নেওয়াজের বাসভবনে ককটেল বিস্ফোরণ
প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজের সরকারি বাসভবনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাতটার দিকে রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারের সামনে এই বিস্ফোরণ ঘটনানো হয়। এতে তিনিসহ তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে এবিষয়ে সাংবাদিকদের কাছে কোন প্রতিক্রিয়া জানাননি তিনি।
লালবাগ থানার ওসি নুরুল মোস্তাকিম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোর সাতটার দিকে দুর্বৃত্তরা দু’টি বোমা বিস্ফোরণ ঘটায়।