শাহ আমানত বিমানবন্দরে ৪৮ কেজি স্বর্ণ উদ্ধার

07/02/2014 7:15 amViews: 7

 

 

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৪৮ কেজি ওজনের ৪২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমসের ইন্টিলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন টিম। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে ‘ফ্লাই দুবাই’ নামে একটি বিমান থেকে শুল্ক ও গোয়েন্দা বিভাগ এসব স্বর্ণের বার উদ্ধার করে।

এসব স্বর্ণের বারের মূল্য আনুমানিক ২৩ কোটি টাকা বলে জানা গেছে।

বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মন্ডল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, বিমানের কয়েকটি সিটের নিচে কুশনের ভেতরে এ বারগুলো ছিল। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়ম অনুযায়ী কোনো মালিক না পাওয়ায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে। এরপর উদ্ধার করা সোনার বার যাচাই-বাছাই শেষে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত কয়েক বছরে স্বর্ণের যেসব চালান উদ্ধার হয়েছে, এর মধ্যে এটিই সবচেয়ে বড়।

Leave a Reply