শাহাদাত নিষিদ্ধ

13/09/2015 1:50 pmViews: 7

শাহাদাত নিষিদ্ধ

 

এবার ক্রিকেটে নিষেধাজ্ঞা পোহাচ্ছেন শাহাদাত হোসেন রাজীব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি)’র সভাপতি নাজমুল হাসান জানান, তার বিরুদ্ধে মামলার সুরাহা না হওয়া পর্যন্ত কোন প্রকারের ক্রিকেটে খেলার সুযোগ পাবেন না রাজীব। বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, সে (রাজীব) আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। কিন্তু আমি তার সঙ্গে দেখা করিনি। ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিসিবি তার সঙ্গে কোন সম্পর্ক রাখতে চায় না। গৃহকাজে সাহায্যকারী ১১ বছর বয়সী কিশোরী নির্যাতনের অভিযোগ শাহদাত হোসেন রাজীব ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ নিয়ে মামলায় ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে রাজীব ও তার স্ত্রীর বিরুদ্ধে। তবে এখনও রাজীবের খোঁজ পায়নি পুলিশ। বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, বিসিবি বিষয়টিতে নীরব রয়েছে এবং নীরবই থাকবে । তাকে (রাজীব) এ মুহূর্তে ক্রিকেটের বাইরেই থাকতে হবে। সে আমার সঙ্গে দেখ করতে চেয়েছিল । কিন্তু আমি তার সঙ্গে দেখা করিনি। আমি তাকে স্পষ্টই জানিয়ে দিয়েছি, আমার কিছ করার নেই। দেশের প্রচলতি আইনেই হবে সব।

Leave a Reply