শাহরুখ পুত্রকে নিয়ে সিনেমা করবেন করন জোহর
করন জোহরের হাত ধরেই রূপোলী পর্দায় অভিষেক ঘটতে চলেছে শাহরুখ খানের ছেলে আরিয়ানের। বলিউডের বিখ্যাত প্রযোজক-পরিচালক করণ জোহর নিজেই এ কথা জানিয়েছেন।
আরিয়ানের বলিউডে অভিষেকের দিকে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন শাহরুখ-অনুরাগীরা। তাঁদের জন্য নতুন বছরের আগেই খুশির খবর দিলেন করণ। এমনিতেই বলিউডের তারকাদের সন্তানদেv সিনেমায় সুযোগ দেয়ার জন্য করন পরিচিত। ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’ সিনেমায় পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট এবং পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ ধাওয়ানকে সুযোগ দিয়েছিলেন করন।
সম্প্রতি একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দিতে গিয়ে করণ বলেছেন, আমি ছাড়া অন্য কেউ তরুণদের সঠিকভাবে পরিচিত করতে পারেনা। আরিয়ানকেও আমিই লঞ্চ করব। করনকে শাহরুখের সঙ্গে তাঁর বন্ধুত্ব এবং তাঁর বেশিরভাগই ছবিতেই শাহরুখ থাকেন কেন, এই প্রশ্ন করা হয়। এর উত্তরে করন বলেছেন, শাহরুখই তাঁকে পরিচালক হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়ে ছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন। শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত গভীর। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।