শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান জুহি

05/01/2016 6:52 pmViews: 6
শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান জুহি
 
শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান জুহি
শাহরুখ খানের সঙ্গে আবারো জুটি বাধার আকাঙ্খা প্রকাশ করলেন জুহি চাওলা। দিলওয়ালে-তে কাজল-শাহরুখ জুটির সাফল্যের প্রসঙ্গে তিনি এই কথা বলেন।
একটি সংবাদ সম্মেলনে জুহিকে প্রশ্ন করা হয়, আবারো রূপালি পর্দায় হিট ‘শাহরুখ-কাজল’ জুটি। ‘দিলওয়ালে’তে তাঁদের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ‘জুহি-শাহরুখ’ জুটিকে আবার কবে এক ফ্রেমে দেখার সম্ভাবনা আছে কী না এই বিষয়ে জুহির কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স  অন্যতম ব্যবসায়িক অংশীদার জুহি বলেন, আপনারা এই একই প্রশ্ন শাহরুখকে কেন করছেন না? যদি বিষয়টি আমার হাতে থাকত, তাহলে এই বছরই একসঙ্গে অভিনয় করতাম। শাহরুখের সঙ্গে অভিনয়ের জন্য প্রয়োজন একটি স্ক্রিপ্ট ও একজন পরিচালক। শাহরুখের সঙ্গে অভিনয় করতে পছন্দ করি আমি।
এর আগে ‘ইয়েস বস’, ‘রাজু বান গয়া জেন্টলম্যান’, ‘ডর’-এর মতো বহু অসাধারণ ছবি উপহার দিয়েছে বলিউডের জুহি-শাহরুখ জুটি। শেষ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে ২০০৫-এ, ‘পহেলি’ ছবিতে। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন ছবিতে বিশেষ ভূমিকায় দেখা গেলেও নায়ক-নায়িকার চরিত্রে দেখতে পাওয়া যায়নি। পর্দার বাইরেও তাঁদের মধ্যে বহু বছর ধরে বন্ধুত্বের সম্পর্ক। শুধু শাহরুখই নয়, আমির খান ও সালমান খানের সঙ্গেও অভিনয়ের ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

Leave a Reply